মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার থেকে আসা শতাধিক হিন্দু রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে দূর্ঘাপূজা পালনের জন্য পূজা মন্ডপ স্থাপন করা হয়েছে। ১৬ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এড. রন্জিত দাশ, এডিএম আশরাফুল আবসার, উখিয়ার ইউএনও, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ হিন্দু শরনার্থী শিবিরে স্থাপিত পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু শরনার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় হিন্দু শরনার্থীদের ক্যাম্পে দূর্গাপূজা পালনের ব্যাবস্থা করার জন্য শরনার্থীরা সকলকে ধন্যবাদ জানান।