সংবাদদাতা :
৮ম কক্সবাজার জেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০১৯ উপলক্ষ্যে বাছাইপর্ব শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালী ফকিরাঘোনা হাফেজিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গনে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী।
প্রবীণ আলেম হাফেজ নুরুচ্ছফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি শায়খুল হুফফাজ আলহাজ্ব হাফেজ ক্বারী মুহাম্মদ তৈয়ব।
প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন জেলা হুফফাজের সভাপতি ও কক্সবাজার দারুল আরকম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।
বিচারক ছিলেন- হুফফাজের চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা কামালুদ্দীন এবং জেলা হুফফাজের শিক্ষা সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীন।
এতে বিশেষ অতিথি ছিলেন- জামিয়া আরাবিয়া গোরকঘাটার শায়খুল হাদীছ আল্লামা হাফেজ আব্দুল গফুর, মাওলানা এনামুল হক, মাওলানা মনজুর হালীম, মাওলানা হাফেজ মুবিনুল হক, মাওলানা হাফেজ রিদওয়ানুল কাবীর, ডা. হাফেজ ফায়সাল, হাফেজ মিছবাহ উদ্দিন, হাফেজ নুর হাশেম মাওলানা নুরুল আলম, মাওলানা জামাল উদ্দিন তাওহীদ প্রমুখ।
বাছাই প্রতিযোগিতায় বিজয়ী ছাত্ররা হলো-
ক গ্রুপ (১০ পারা)
১ম স্থান: জামিয়া গোরকঘাটার ছাত্র আমীরে মোয়াবিয়া, ২য় স্থান: আল জামিয়া গোরকঘাটার ছাত্র মুহাম্মদ রায়হান, ৩য় স্থান : তাহফীজুল কুরআন মাদরাসা আশরাফ আলী ঘোনার ছাত্র মুহাম্মদ সালাউদ্দীন।
খ গ্রুপ (২০ পারা)
১ম স্থান: আল জামিয়া গোরকঘাটার ছাত্র মোহাম্মদ ছোহাইব, ২য় স্থান : জামিয়া গোরকঘাটার ছাত্র মুহাম্মদ আম্মার উদ্দীন, ৩য় স্থান: মারকাজুল উলুম দারুস সুন্নাহ এতিমখানা লাতুয়ার ডেইল বড় মহেশখালীর ছাত্র বদর উদ্দীন।
গ গ্রুপ (৩০ পারা)
১ম স্থান: মাদরাসা মহিউসসুন্নাহ ছোট মহেশখালীর ছাত্র আরিফুল ইসলাম, ২য় স্থান: জামিয়া আরাবিয়ার ছাত্র আনোয়ার সাদেক এবং ৩য় স্থান: জামিয়া আরাবিয়া গোরক ঘাটার ছাত্র মুহাম্মদ রায়হান।
দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের মহেশখালী উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নুরুল হাশেম, সেক্রেটারি হাফেজ মাওলানা একরামুল হক্ব, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা ইব্রাহিম খলীল প্রমুখ।
হিফজুল কুরআন প্রতিযোগীতায় উপজেলার ১৭ টি হাফেজিয়া মাদ্রাসা হতে তিন গ্রুপে সর্বমোট বাছাইকৃত ৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
জেলা হুফফাজের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী জানান, উপজেলা পর্যায়ে বাছাইকৃতদের নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা হবে। সেখানে বিজয়ীদের দেয়া হবে সনদ, ক্রেস্ট ও নগদ অার্থিক অনুদান।