এম.মনছুর আলম, চকরিয়া :

চকরিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ফখর উদ্দিন (৯) নামের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রকে প্রাণে হত্যা করা হয়েছে।নিহত ছাত্রকে অণ্ডকোষ চেপে ধরে তার ফুটবল খেলার সহপাঠী সাইফুল ইসলাম তাকে হত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। সোমবার (১৫অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মাইজপাড়াস্থ লাটের ঘর আবুল কালামের বালির ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হওয়া শিক্ষার্থী ফখর উদ্দিন চকরিয়ার সীমান্ত লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাগাইছড়ি ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম মালুম্মা এলাকার আমসাদ আলীর ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি সাইফুল পালিয়ে যায় বলে সূত্রে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ভাষ্যমতে জানাগেছে, সোমবার বিকালের দিকে চকরিয়া ও লামার সীমান্ত এলাকা ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়াস্থ লাটের ঘর আবুল কালামের বালির ডেইলে স্থানীয় একদল ক্ষুদে ফুটবলার ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে তুচ্ছ বিষয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ক্ষুদে ফুটবলার ফখর উদ্দিন ও সাইফুল নামের আরেক ফুটবলার মধ্যে হাতাহাতি হয়। এসময় উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে ডুলাহাজারা পূর্ব মাইজপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে সাইফুল তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ক্ষুদে ফুটবলার ফখর উদ্দিনকে অণ্ডকোষ চেপে ধরে।এক পর্যায়ে অন্ডকোষ চেপে ধরার আঘাতে ঘটনাস্থলে মারা যান ফখর উদ্দিন।ঘটনার পর পরই ফুটবল খেলার মাঠ থেকে দৌড়ে পালিয়ে যান সাইফুল।বিষয়টি তার পরিবারের সদস্যকে জানানো হলে স্থানীয়সহ অপরাপর লোকজন ঘটনাস্থলে ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়। ঘটনার সংবাদ পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ রাত সাড়ে আটটার দিকে নিহতের লাশ উদ্ধার করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শিশু ক্ষুদে ফুটবলার নিহত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়।প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে পরিবারের পক্ষথেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।