রামু সংবাদদাতাঃ
কক্সবাজারের রামুতে যুবতিকে উত্যক্ত করার অভিযোগে আব্দুল্লাহ আল সাকিব (২৪) নামের এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী মোবাইলকোর্টে এই সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার সামিয়াপাড়ার বাসিন্দা মৃত মোঃ ইদ্রিসের ছেলে।
এর আগে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে এক নারীর শ্লীলতাহানির অভিযোগে রামু থানা পুলিশের ওসি মুহাম্মদ আবুল মনসুরের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই বখাটেকে আটক করা হয়।
এসময় পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মংছাই মার্মাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধরার অভিযোগে তাকে সাজা প্রদান করা হয় বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী।
রামু থানা পুলিশের ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, কাউয়ারখোপ লট উখিয়ারঘোনার এক যুবতিকে আব্দুল্লাহ আল সাকিব নামের যুবকটি নিয়মিত উত্যক্ত করে আসছিল। স্বার্থসিদ্ধি করতে না পেরে নিজেকে অপহরণ করা হয়েছে বলে বেশ কয়েকবার পুলিশকে মিথ্যা তথ্য দেয়।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে তাকে আইনের আওতায় আনা হয় এবং সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ওসি।