প্রেস বিজ্ঞপ্তি:
হাইকোর্টে বিচারাধীন মামলার কথা গোপন রেখে রাশেদ-জালাল গং জেলা প্রশাসককে ভুল তথ্য দিয়ে অফিস খোলা এবং রাতারাতি ভোট দেখিয়ে ভুয়া কমিটি গঠন করার প্রতিবাদে কক্সবাজার আইবিপি মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার জেলা সিএনজি অটোরিক্সা-টেম্পু শ্রমিক ইউনিয়নের রেজি:-(চট্ট-১৪৯১) সাধারণ পরিবহন শ্রমিকেরা। রোববার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সংগঠনের সভাপতি জিন্নাত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিদ্দিক আহামদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ছিদ্দিক, শ্রমিকনেতা খোরশেদুল হক, মো: আবদুল্লাহ, ওসমান গণি, নেজাম উদ্দীন শাওন, জেলা সদস্য আবদুল জলিল।

সমাবেশে বক্তারা বলেন, রাতারাতি ভুয়া ভোট দেখিয়ে ভুয়া কমিটি গঠন করে শ্রমিকদের টাকা আত্মসাৎ করার কুউদ্দেশ্য কখনো ভালো হবে না। এটা কোন শ্রমিক নেবে না। এসব গোঁজামিল করে পরিবহণ সেক্টরের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। করলে আপনাদের পরিণতি ভালো হবে না। শ্রমিকেরা এর দাঁতভাঙ্গা জবাব দেবে। তাই সাধারণ শ্রমিকদের ভোটাধিকার ফিরিয়ে দিন এবং জিন্নাত-ছিদ্দিকের বৈধ কমিটির হাতে অফিস হস্তান্তর করুন। না করলে সাধারণ শ্রমিকেরা রাজপথ অচল করে দেবে।

সমাবেশের পরে শত শত শ্রমিকেরা মিছিলসহকারে শ্রম আদালত থেকে তদন্তে আসা কর্মকর্তাদের সাথে সাক্ষাত করতে যান। সেখানে ভুয়া কমিটি বাতিল করে নির্বাচনের ব্যবস্থার দাবি জানান। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরেও বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র মুজিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, আবদুল খালেক, উজ্জল কর, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহামদ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে অংশ নেন, সংগঠনের পেকুয়া সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক বারেক, চকরিয়া সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ধলু, মহেশখালী সভাপতি একরামুল হক মিয়া, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, খুটাখালী সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক মোক্তার আহামদ, ঈদগাঁও সভাপতি আবু তাহের মুন্না, সাধারণ সম্পাদক আজিম, রামু সভাপতি ছৈয়দ আহামদ, সাধারণ সম্পাদক আলী হোসেন, উখিয়া সভাপতি ছৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক শাকিল, শামলাপুর সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, লিংকরোড সভাপতি বজল কবির, সাধারণ সম্পাদক মাদু, মিঠাছড়ি সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাসটার্মিনাল সভাপতি নূরু, সাধারণ সম্পাদক মনি আলম মনু, খুরুস্কুল সভাপতি শাহাজাহান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ শত শত পরিবহন শ্রমিক।