জুবাইর উদ্দিন, চবিঃ

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে অনগ্রসর জাতিগোষ্ঠির জন্য সংরক্ষিত ৫% কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।

রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পিসিপি।

পিসিপি চবি শাখার দপ্তর সম্পাদক অর্পন চাকমার সঞ্চালনায় এবং তথ্য ও প্রচার সম্পাদক ত্রিরত্ন চাকমার সভাপতিত্বে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন পিসিপি’র চট্টগ্রাম মহানগরের সভাপতি হ্লাসিমং মারমা, সম্পাদক অমিত চাকমা,মহানগরের আহ্বায়ক রিতা চাকমা, চবি শাখার সদস্য সোহেল মারমা, থিং মং মারমা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতেই কোটা পদ্ধতি প্রবর্তন করেছিলেন। এখন প্রচলিত কোটা বাতিল করা হলে আদিবাসী, উপজাতি, নৃ-গোষ্ঠিসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠির উচ্চ শিক্ষার সুযোগসহ বিভিন্ন ক্ষেত্রে আরো পিছিয়ে পড়বে। তাই বর্তমানে কোটা ব্যবস্থা বহাল রাখার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।