প্রেস বিজ্ঞপ্তি:

সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও প্রকাশিত হয়েছে বিশেষ প্রকাশনা “দশভূজা”। শনিবার সকালে কক্সবাজার শহরের লালদিঘীর পাড়স্থ জেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যালয় ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে পত্রিকাটির ৯ম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন-শারদীয় দূর্গোৎসব হচ্ছে বাঙালীর প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে বসবে প্রাণের মিলন মেলা। তাই সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রে এই উৎসবে শামিল হয়ে ভ্রাতৃত্ববোধ ও প্রাণের মিলনের সেতুবন্ধন তৈরি করতে হবে। জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা ও দশভূজা পত্রিকার সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সহ-সভাপতি রতন দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাত, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা মিটন দাশ, খোকন দাশ, এডভোকেট উজ্জ্বল দাশ, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক জনি ধর, সদর পূজা কমিটির সভাপতি দীপক দাশ, সাধারণ সম্পাদক বাবলা পাল প্রমুখ। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দশভূজা পত্রিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।