সংবাদ বিজ্ঞপ্তি:
টেকনাফে জাতীয় শ্রমিক লীগের সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে কর্মসূচিতে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এরপর দলের সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা হয়।
উপজেলা শাখার সভাপতি টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান মিয়া
আলোচনা সভায় বলেন- দেশরত্ন শেখ হাসিনার বর্তমান সরকার- শ্রমিকবান্ধব সরকার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী একাদশ সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ বলিষ্ঠ ভুমিকা রাখবে এবং নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে রাজপথে সার্বক্ষণিক অবস্থান করবে।
এ সময় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদার মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক, সহসভাপতি মোঃ রফিক, টেকনাফ পৌর শাখার সভাপতি জিয়াউর রহমান জিয়া, হোয়াইক্যং ইউনিয়নের আহ্বায়ক আব্দুল খলিল চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এছাড়া পৌর শাখার বিভিন্ন নেতা কর্মী ও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক লীগ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।