জুবাইর উদ্দিন, চবিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদ ও ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড় ক্রিসেন্ট এর যৌথ উদ্যোগে ‘রোল অফ ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান(আইএইসএল) টু ওভারকাম হিউম্যানিটারিয়ান ক্রাইসিস ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার আইন অনুষদের অডিটোরিয়ামে সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড় ক্রিসেন্ট (আইসিআরসি) এর বাংলাদেশের প্রধান ড. আবদু লতিফ এমবেক,মূখ্য আলোচক হিসেবে ছিলেন আইন অনুষদের অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর সাবেক পরিচালক ড. খিযির হায়াত খান।

সেমিনারে প্রধান অতিথি চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্বের আইন প্রণেতারাই আইন ভঙ্গকারী। মানবতার কথা বলে শক্তিধর দেশগুলো দুর্বলদের ওপর শোষণ ও নিপীড়ন চালায়। নেলসন ম্যান্ডেলা, আইনস্টাইন, চন্ডীদাস, রবীন্দ্রনাথ, নজরুল প্রত্যেকেই মানবিক এবং মানবতাবাদী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধুর জীবনীতেই মানবতাবাদের মহান শিক্ষা পাওয়া যায়।