সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-২০১৯ সালের অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস গতকাল ১১ অক্টোবর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ক্যথিং অং বলেন, বর্তমানে ১৫টি বিষয়ে অনার্স এবং ছয়টি বিষয়ে মাস্টার্স পড়ানো হচ্ছে সিটি কলেজে। এটি এখন কক্সবাজার জেলায় উচ্চ শিক্ষায় সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। একইসাথে পাবলিক পরীক্ষায় ফলাফলেও জেলায় এগিয়ে থাকা এই প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত, সুশৃঙ্খল এবং নিরাপদ ক্যাম্পাস হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে।

তিনি উল্লেখ করেন, দেশের পনেরোটি মডেল কলেজের একটি এই কক্সবাজার সিটি কলেজ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।

অধ্যক্ষ ক্যথিং অং বলেন, যুগের চাহিদাকে সামনে রেখে ট্যুরিজম এন্ড হসপিটালিটি,কম্পিউটার সায়েন্স, বায়ো কেমিস্ট্রির মতো বিষয় খুলে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি যে,আমরা পারি এবং আমরাই পারবো।

অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায়, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,অধ্যাপক গোপাল দাশ। বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক,অধ্যাপিকা শাহানুর আকতার, অধ্যাপক হাশেম উদ্দিন, অধ্যাপক শারায়াত পারভীন লুবনা, অধ্যাপক আবুল কালাম প্রমূখ।