আন্তর্জাতিক ডেস্ক:
কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কেরিচো কাউন্টিতে বাস খাদে পড়ে ৫০ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী নাইরোবি থেকে কাকামেগা যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার পশ্চিমাঞ্চলীয় কেরিচো কাউন্টির একটি সড়কে ৫২ জন যাত্রীসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। বাসটি কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে পশ্চিমাঞ্চলীয় শহর কাকামেগা অভিমুখে যাচ্ছিল।

কেনিয়া রেডক্রস এক টুইটার বার্তায় বলে, চলন্ত অবস্থায় বাসটি উল্টে যায়। তবে এ দুর্ঘটনায় কতজন নিহত হতে পারে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, সরকারি সূত্রমতে কেনিয়ায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১২ হাজারের বেশি।