ক্রীড়া প্রতিবেদক :

গতকাল সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারনে সফরকারী নেপালের গ্রেট হিমালয়া ক্রিকেট একাডেমী ও স্বাগতিক মহেশখালী ক্রিকেট একাডেমীর মধ্যকার ২ ম্যাচ সিরিজের একটি ম্যাচ ও মাঠে গড়ায়নি। মাঠ খেলার অনুপযোগী থাকায় অফিসিয়ালরা “টস অব কয়েনে”র মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার আপ নির্ধারণ করেন। স্বাগতিকদদের পক্ষে অধিনায়ক ফাহিম এবং সফরকারী দলের অধিনায়ক বিশাঙ্ক টস করতে যান। টস ভাগ্যে চ্যাম্পিয়ন হয় ফাহিমের দল। টসে ম্যান অব দ্যা ম্যাচ হন কামরুল হাসান। মহেশখালী ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদক ও ক্রিকেটার ইমরান উল্লাহর সার্বিক তত্ববধানে ট্রপি বিতরণ অনুষ্ঠান মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে এবং শিক্ষক শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম, মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল আলম সাকিব, মহেশখালী থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধূরী, যুব উন্নয়ন অফিসার নিরেন্দ্র চন্দ্র পাল, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম বিএ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোছাইন খোকন, ছোট মহেশখালীর চেয়ারম্যান জিহাদ বিন আলী, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নবীর হোছাইন ভুট্রো, ছোট মহেশখালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল করিম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আশহাদ উল্লাহ সায়েম, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, সাধারন সম্পাদক পারভেজ আহমেদ বাবু, কক্সবাজার ক্রিকেট একাডেমীর কোচ ও পরিচালক লতিফ উল্লাহ, স্কুল শিক্ষক গিয়াস উদ্দীন কাদের, শামীম ইকবাল, গিয়াস উদ্দীন, মহেশখালী ক্রিকেট একাডেমীর কোচ তারেক রহমান।