মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নবনিযুক্ত ৩ জন বিচারপতিকে ৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শপথ পড়ানো হয়েছে। বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নবনিযুক্ত বিচারপতিদের সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পড়ান। এসময় সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন, সুপ্রীম কোর্টের রেজিষ্টার জেনারেল ডঃ মোঃ জাকির হোসেন। শপথ গ্রহন শেষে বিচারপতিত্রয় সকলের সাথে কুশল বিনিময় করেন এবং চা চক্রে মিলিত হন। সুপ্রীম কোর্টের রেওয়াজ অনুযায়ী নবনিযুক্ত বিচারপতিদের সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ১ নং এজলাসে সম্বর্ধনা দেয়া হয়। সম্বর্ধনায় বিচারপতি জিনাত আরা, এটর্নি জেনারেল এড. মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এড. ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ বক্তৃতা করেন বলে সুপ্রীম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান জানিয়েছেন। পরে প্রধান বিচারপতির নেতৃত্বে দেশের সর্বোচ্চ আদালত আপীল বিভাগের ফুল বেঞ্চে বসে নবনিযুক্ত বিচারপতিরা কোর্ট পরিচালনা করেন। আপীল বিভাগে নবনিযুক্ত বিচারপতিরা হলেন, বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবুবকর সিদ্দিকী ও বিচারপতি মোঃ নুরুজ্জামান। নবনিযুক্ত ৩ জন বিচারপতি ও প্রধান বিচারপতি সহ আপীল বিভাগে এখন মোট বিচারপতির সংখ্যা হলো ৭ জন। উল্লেখ্য, নবনিযুক্ত বিচারপতি আবুবকর সিদ্দিকী ও আপীল বিভাগে আগে থেকে দায়িত্বপালনরত বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আত্মীয়তা সম্পর্কে আপন ভাই। সুপ্রীম কোর্টের ইতিহাসে এই প্রথম আপন ২ ভাই একত্রে সর্বোচ্চ আাদালত আপীল বিভাগের দায়িত্ব পালন করছেন। এদুজন বিচারপতির সহধর্মিনী ২ জন পরস্পর আপন বোন হওয়ায় বিচারপতিদ্বয় ব্যক্তিগতভাবে আপন ভায়রা ভাই। এছাড়া নবনিযুক্ত বিচারপতি জিনাত আরা সর্বোচ্চ আদালত আপীল বিভাগে দায়িত্ব পালনকারী দেশের দ্বিতীয় নারী বিচারক। বিচারপতি আবুবকর সিদ্দিকী এবং বিচারপতি জিনাত আরা জেলা ও দায়রা জজ ছিলেন। অন্যদিকে, বিচারপতি মোঃ নুরুজ্জামান বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।