রেবেকা সুলতানা আইরিন / জিয়াউল করিম ॥

জাতীয় দৈনিক আমার কাগজ, জাতীয় ম্যাগাজিন জনতার কণ্ঠ, জাতির আলো ও দি গুড মর্নিং পত্রিকার কক্সবাজারস্থ ব্যুরো অফিসে আয়োজিত “মাদকমুক্ত সমাজ বির্নিমানে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, বিশিষ্ট লেখক ও সঙ্গীত সাধক ড. রেজাউল ইসলাম বলেছেন, আধুনিক পর্যটন রাজধানী বিনির্মানে ও মাদকমুক্ত সমাজ গঠনে সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে।  না হয় আমাদের আগামী প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে উন্মোচিত হবে। মাদক নামক এই মরণ যন্ত্রকে সমাজ থেকে স্বমূলে বিনাশ করার জন্য প্রতিটি ঘরে ঘরে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। যারা মাদকাসক্ত হয়ে বর্তমানে নিমজ্জিত হয়ে পড়েছেন তাদেরকে শাস্তির চেয়ে প্রেম, ভালোবাসা ও আদর-যতœ দিয়ে আবারো ভোরের সেই সকালে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাদের বোঝাতে হবে যে, মাদক সেবন করলে মৃত্যু যেমন অনিবার্য তেমনি তার পরিবারও মহাসংকটের মধ্যে পতিত হয়ে পড়ে। কিছু অসাধু ও দেশদ্রোহী মানুষ মাদককে বাংলাদেশে সয়লাব করে দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আর না হয় আমাদের লালিত স্বপ্ন তিলে তিলে ভেস্তে যাবে।

গতকাল কক্সবাজার সদর মডেল থানার পেছন রোডস্থ ব্যুরো কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক আমার কাগজ, দি গুড মর্নিং পত্রিকার সহ-সম্পাদক, জাতীয় ম্যাগাজিন জনতার কণ্ঠের প্রধান সম্পাদক, জাতির আলো’র উপদেষ্টা সম্পাদক মো. আকতার হোছাইন কুতুবী। সন্ধ্যা ৭টা হতে শুরু হওয়া অনুষ্ঠানে সেমিনার ছাড়াও সাংস্কৃতিক সন্ধ্যা, আপ্যায়ন ও ডিনারের আয়োজন করা হয়। জনতার কণ্ঠের জেলা প্রতিনিধি লায়ন জিয়াউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতির আলো’র জেলা প্রতিনিধি রেবেকা সুলতানা আইরিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়াবিদ, সাবেক ফুটবলার সুরত আলম, জাতির আলো’র স্টাফ রিপোর্টার আবদুল কাইয়ুম নয়ন, জনতার কণ্ঠের ক্রীড়া প্রতিবেদক আতিকুর রহমান শাকিল, ব্যুরো অফিসের প্রধান কম্পিউটার অপারেটর ও ডিজাইনার চিংসাউ মারমা। অনুষ্ঠান চলাকালীন মুহূর্তে অতিরিক্ত সচিব ড. রেজাউল ইসলামকে ফুল দিয়ে স্বাগত জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সুরকার ও শিল্পী আজম চৌধুরী, অতি: সচিব, সঙ্গীত সাধক ড. রেজাউল ইসলাম, আবেগী শিল্পী আকতার কুতুবী, লায়ন জিয়াউল করিম প্রমুখ।