জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সম্প্রতি পার্বত্য লামা উপজেলায় ত্রিপুরা কিশোরী ধর্ষণ নাটকের অন্তরালে বনফুর বিজিবি ক্যাম্প প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং রাজার সনদ বাতিল ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ অক্টোবর) বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সম্মুখে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ব্যানারে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নাইক্ষ্যংছড়ি উপজেলা আহবায়ক মোঃ ছৈয়দুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন- পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আতিকুর রহমান আতিক, বান্দরবান জেলা বাঙ্গালী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম নিসান, নাইক্ষ্যংছড়ি উপজেলা বাঙ্গালী ছাত্র পরিষদ নেতা রায়হান প্রমুখ।