মোহাম্মদ হোসেন, হাটহাজারী:

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন হাটহাজারীতে যোগদানের পর থেকে হালদা নদী থেকে বেশ কয়েকটি ড্রেজার জব্দ করেছে। নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বৃদ্ধি পাওয়ায় এই অভিযান শুরু করেছে ইউএনও। এ দিকে নদীতে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ড্রেজার ফেলে পালাচ্ছে বলে জানান স্থানীয়রা। হালদার পাড়ের অনেকেই সাংবাদিকদের জানান,প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে আতাত করে এ সব বালু ড্রেজার দিয়ে উত্তোলন করছিল বালু উত্তোলনকারীরা। নবাগত ইউএনও শক্তিশালী ভাবে হালদায় অবস্থান নেয়ায় ওই সব দুর্নীবাজ কর্মকর্তারা এখনো নীরব ভুমিকা পালন করে যাচ্ছে বলে জানান তারা।

কয়েক দিনে হালদা নদীতে মারমুখী অভিযান শুরু করার কারনে বালু উত্তোলনকারীরা কিছুটা পিছু যেতে শুরু করেছে। ইউএন ও রুহুল আমিন এ প্রতিবেদককে মেঠো ফোনে জানান, রবিবার সারাদিন অভিযান ছিল গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর বুড়িশ্চর অংশের খন্দকিয়া সুইচ গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ফের ওই ড্রেজারটি জব্দ করতে সক্ষম হয়েছি। হালদার প্রায় ১৮ কিলোমিটার এলাকায় ভাসা জাল,নেট জাল, ও হালদা ধ্বংসকারী ড্রেজার বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউ এন ও।