মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

গরীব, দুঃস্থ, অসহায়, অস্বচ্চল, নির্যাতিতদের জন্য লিগ্যাল এইড কমিটির মাধ্যমে সবধরনের আইনগত সহায়তা প্রদান সারা বছর অব্যাহত থাকবে। এজন্য লিগ্যাল এইড কমিটিকে সরকার নিয়মিত প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছে।
কক্সবাজার শহরের গোলচক্কর মাঠে অনুষ্ঠিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় লিগ্যাল এইড স্টল পরিদর্শনকালে কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ আইনগত সহয়তাপ্রার্থী ও দর্শনার্থীদের উদ্দেশ্যে একথা বলেন। পরিদর্শনকালে সিজেএম এর সাথে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দেব ও মোহাং হেলাল উদ্দিন, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী এড. খাইরুল আমিন, এড. ইয়াসমিন শওকত জাহান রোজী, এড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, এড. শুভেন্দু বিকাশ সাহা, এড. কাওসার আজম, এড. সাকী এ কাওসার, এড. সৈয়দ রেজাউর রহমান, এড. আবদুর রহিম, এড. মীর হোসেন, এড. জাফর আলম, এড. আবদুর রশিদ, এড. আবুল হোছন, এড. শামশুল হক, সিজেএম আদালতের নাজির আ,ই, শাহজাহান নূরী, লিগ্যাল এইড অফিসের প্রধান সহকারী খোকন মাহমুদ, অফিস সহায়ক শফিক সরদার, রুহুল কাদের খান, বিকাশ রুদ্র প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া স্টল পরিদর্শনকালে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ -২ মাহমুদুল হাসান বলেছেন, লিগ্যাল এইডের আইনীসেবা গরীব ও দূঃস্হদের দ্বোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য দেশের সকল বিচারালয় নিরন্তর কাজ করে যাচ্ছে। এই আইনী সেবা সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের সর্বস্তরের নাগরিকদের সুবিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। জেলা লিগ্যাল অফিসার ও সিনিয়র সহকারী জজ শ্রীমতি মৈত্রী ভট্টাচার্য্য জানান, মেলা চলাকালে উন্নয়ন মেলার লিগ্যাল এইড স্টলে প্রচুর বিচারপ্রার্থী, দর্শনার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। সাধারণ জনগণকে আইনের বিভিন্ন দিক অবহিত করণ, আইন মানার ব্যাপারে সার্বক্ষণিক সচেতন করে তোলা হয়েছে। তিনি জানান, উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন স্হরের মানুষ লিগ্যাল এইড স্টলে বিনামূল্যে বৈচিত্রময় সেবা দেখে সত্যিই মুগ্ধ হয়েছেন। শ্রীমতি মৈত্রী ভট্টাচার্য্য জানান, জেলা জজ আদালত ভবনের নীচ তলায় লিগ্যাল এইড কমিটির নিজস্ব কার্যালয় রয়েছে। সেখানে অফিস চলাকালীন সময়ে নিয়মিত বিনামূল্যে সবধরনের আইনগত সহায়তা প্রদান করা হয় এবং ০১৮১৮৫১০৬৬১ নং হটলাইন নাম্বারের মাধ্যমেও এই সেবা প্রদান করা হয়ে থাকে।