মোহাঃ আবু সায়েম :

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের প্রাত্যহিক অভিযানে ১৫ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত ৩অক্টোবর সকাল ৮টা হতে ৪অক্টোবর সকাল ৮টা পর্যন্ত অফিসার ইনচার্জ মোহাঃ ফরিদ উদ্দীন খন্দকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত)মোহাঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক(অপারেশন্স এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাঃ মাইন উদ্দীন,এসআই আনসারুল হক,এসআই মোঃ আনছারুল হক,এসআই সাইফুল ইসলাম,এসআই হারুনুর রশিদ,এএসআই রাশেদ খানঁ সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের মিনহাজ মাহমুদ ভুইয়াসহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনরা করে ১৫জন আসামীকে গ্রেপ্তার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,মোহাঃ হারেছ,মোস্তাক আহমদ,বশির আহমদ,মোহাঃ বেলাল উদ্দীন,ইব্রাহিম প্রকাশ রাকিব,সুমি,রুবি,সাকিব প্রঃসাইফুর,মোহাঃ আব্দুর রহিম,গিয়াস উদ্দীন,মোরশেদ,শফি আলম,জিয়াউর রহমান,জাহেদ,চুমকি বরিশালদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফরিদ উদ্দীন খন্দকার বলেন, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারণ ও পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং চুরি ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্বে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।