হাফিজুল ইসলাম চৌধুরী :

‘কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী তরুণ-তরুণীরাই এবার চলচ্চিত্র নির্মাতা হয়ে উঠবে। এগিয়ে যাবে চলচ্চিত্র জগৎ।’

বৃহস্পতিবার রাতে শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত প্রযোজনা ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালায়- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান এসব কথা বলেন। ইয়ুথ পিস ফিল্ম ফাউন্ডেশন ওই কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় ৩০ জন ভবিষ্যত চলচ্চিত্র নির্মাতা, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মশালার উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট অভিনেত্রী ও আবৃত্তিকার রোকেয়া প্রাচী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার নাজিম উদ্দিন ছিদ্দিকী, ইয়ুথ পিস ফিল্ম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফেজ ছিদ্দিকী, পরিচালক নবলেশ^র দেওয়ান ত্রিপুরা, তরুণ নির্মাতা রুমানা আক্তার শান্তা ও কবি মানিক বইরাগী।

যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ুথ পিস ফিল্ম ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক মারুফ বিন কবির এবং রাকিব আহসান।