হারুনর রশিদ,মহেশখালী:

সারা দেশের ন্যায় মহেশখালী উপজেলায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্ধোধন হয়েছে। বৃহস্পতিবার ৪ অক্টোবর সকাল ১০টার সময় অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স এ উন্নয়ন মেলার শুভ উদ্বোন অনুষ্ঠান উপভোগ শেষে র‌্যালী অনুষ্ঠিত হয় । র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। উন্নয়ন অভিযাত্রায় অদম্য বাংলাদেশ শ্লোগানে মহেশখালীতে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার- ২ আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

উপজেলার নির্বাহী অফিসার মো: জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন মেলার সভায় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মো:হোছাইন ইব্রাহীম,সহকারী কমিশনার ভুমি হাসান মারুফ রাহাত, মহেশখালী থানার ওসি প্রদ্বীপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চেীধুরী,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডা: নুরুল আমিন, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোছাইন চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, কুতুবজোমের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান, হোয়ানকের চেয়ারম্যান মোস্তফা কামাল। শুরুতে কোরান তেলাওয়াত করেছেন মৌ:সিহাব উদ্দীন, গীতাপাঠ করেছেন ব্রজগোপাল ঘোষ, উক্ত অনুষ্টানটি পরিচালনা করেছেন মহেশখালী কলেজের প্রভাষক আশীষ চক্রবর্তী। উপস্থি ছিলেন ছাত্র-ছাত্রীরা ,শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পরে উপজেলার বাবুর দীঘিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেছেন। মহেশখালীর উন্নয়ন মেলায় সরকারী বিভিন্ন দপ্তরের ৪৪টি মত স্টল বসে জনসাধারণকে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং সেবা গ্রহিতাদের সহজেই সেবা পাবার দিকনিদের্শনা জানিয়ে দিচ্ছে স্টল পরিচালনাকারীরা।

৩দিন ব্যাপী উন্নয়ন মেলায় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্টানসহ রয়েছে উন্নয়ন মূখী বিভিন্ন সেবাদানের ব্যবস্থা।