মুহাম্মদ জুবাইর, টেকনাফ:

সারা দেশের ন্যায় বর্ণাট্য র‌্যালীর মধ্য দিয়ে উন্নয়ন অভিযাত্রায় ‘অদম্য বাংলাদেশ’ শ্লোগানে টেকনাফে ৩ দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষ্যে টেকনাফ উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান ৪অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় চাকমা ।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২ বিজিবির অধিনায়ক লে, কর্ণেল মো: আছাদুদ জামান চৌধুরী, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া, টেকনাফ পৌর সভার মেয়র হাজী মো: ইসলাম। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি জহির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল বশর,টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওঃ আজিজ উদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: আলম বাহাদুর। অনূষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার ।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের উন্নয়ন কাজ যথাসময়ে ও মানসম্পন্ন ভাবে শেষ করতে হবে। এতে স্থানীয় জনসাধারনকে সম্পৃক্ত রাখতে হবে। যাতে কোথায় কি উন্নয়ন হচ্ছে তার স্বচ্ছ ধারনা সবার মধ্যে থাকে। দেশে উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। সরকারের বিভিন্ন সফল উন্নয়ন নিয়ে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের অর্ধশতাধিক ষ্টল এ মেলায় অংশ গ্রহণ করে। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উন্নয়ন মেলায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা অংশ নেয়। দর্শনার্থীদের সুবিধার্তে করা হয়েছে আলাদা আসন বিন্যাশ।