সিবিএন:
টেকনাফের নাফনদীর উপকূল থেকে অজ্ঞাত নামা দু’তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের চাড়িয়ং খালের মূখ ও স্থল বন্দর উত্তর সংলগ্ন জালিয়া দ্বীপের কাঠের জেটির পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জালিয়ার দ্বীপের পাশে নাফনদীর উপকূলে মরদেহ দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম নাফনদীর উপকুল থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়। তাদের পরণে প্যান্ট ও টিশার্ট রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি রনজিত বড়ুয়া তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, মরদেহগুলোর শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা না মিললেও মুখ বিকৃত রয়েছে। তাদের বয়স আনুমানিক ১৮-২০বছর হতে পারে।
তিনি আরো বলেন, উদ্ধার মরদেহ দুটি প্রাথমিকভাবে রোহিঙ্গা নাগরিক বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরুতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। তাদের পরিচয় নিশ্চিত করতে খোঁজ নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।