ঈদগাঁও সংবাদদাতা:
১৭ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় গ্রেফতার কক্সবাজার সদরের ঈদগাঁও গরু ব্যবসায়ী রুহুল আমিন (৩২)কে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করেন তিনি। বিচারক তামান্না ফারাহ জামিন আবেদন নামঞ্জুর করে রুহুল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (২ অক্টোবর) বিকালে ঈদগাঁও গরুবাজার থেকে তাকে গ্রেফতার পুলিশ। রুহুল আমিন সদরের জালালাবাদ ইদ্রিচপুরের বশির আহমদের ছেলে।
১৭ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ এনে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর) সিআর-৩৯৩/২০১৮ নং মামলা দায়ের করেন ঈদগাঁও ১ নং ওয়ার্ড, মধ্যম মাইজপাড়া এলাকার আবদুর রশিদের ছেলে নুরুচ্ছফা।
এ মামলায় আরো দুইজন আসামী রয়েছে। তারা হলো- ঈদগাঁও ১ নং ওয়ার্ড মধ্যম মাইজপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে নেছারুল করিম (৩৪) এবং জালালাবাদ ইদ্রিচপুরের আনু মৌলভীর ছেলে মোঃ শোয়াইব (৩৬)।
মামলায় আসামীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগের সত্যতা প্রমাণ পেয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম। গত ২৭ সেপ্টেম্বর মামলা শুনানী শেষে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালতের বিচার তামান্না ফারাহ।