মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
পাচারের কৌশল পাল্টেও নিতে পারল না ইয়াবা। গাড়ীর ভিতরে চালকের বসার স্থানের উপরে চালের নিচে কালো কসটেপ দ্বারা মোড়ানো বিশেষ কায়দায় কক্সবাজার থেকে ৩ হাজার পিস ইয়াবা নিয়ে চট্টগ্রামে চাচ্ছিলেন চালক মো. ফিরোজ (৩৩)। তবে বুধবার বিকালে সাতকানিয়ায় মহাসড়কের বিওসির মোড় সোহাগ কমিউনিটির সামনে দোহাজারী হাইওয়ে পুলিশের তল্লাশিতে ৩ হাজার পিস ইয়াবা বড়িসহ ফিরোজ ও ওয়াজ করিম প্রঃ মাঝি (২৪) ধরা পড়ল। এসময় পুলিশ ইয়াবা বহনের দায়ে একটি পিকআপও আটক করে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে আজ বুধবার বিকালে সোহাগ কমিউনিটির সামনে সড়কে
(চট্টমেট্রো-ন-১১-৬৭৩৫) নাম্বারের চট্টগ্রামমুখী পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির ভিতর চালের নিচে বিশেষ কায়দায় নেয়া ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় চালক বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলী এলাকার মৃত মজিদ গরামীর ছেলে মো. ফিরোজ ও টেকনাফের সাবরাং আচার বুনিয়া ৫নং ওয়ার্ডের লালু প্রঃ ইউনুছের ছেলে ওয়াজ করিম প্রঃ মাঝিকে আটক করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।