মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারে ৩ জন নতুন বিচারক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগকৃত বিচারকবৃন্দ হচ্ছেন, বর্তমানে সুনামগঞ্জে কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন ও বেগম জেরিনা সুলতানা। এই বিচারক দু’জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর অধীনে বদলী করা হয়েছে। বর্তমানে নরসিংদী জজশীপে সহকারী জজ হিসাবে কর্মরত মোঃ আব্বাস উদ্দিনকে কক্সবাজার জজশীপের অধীনে চকরিয়া চৌকি আদালতের সহকারী জজ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর (প্রশাসন-১) উপ সচিব মোঃ মাহবুবার রহমান সরকার কর্তৃক গত ১ অক্টোবর ৬৬০ নং স্মারকে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন মূলে উল্লেখিত ৩ জন বিচারক সহ ২৭৪ জন একই পদ মর্যদার বিচারককে দেশের বিভিন্ন আদালত, বিভাগ ও ট্রাইব্যুনালে বদলী করা হয়েছে। প্রজ্ঞাপনে ৩ অক্টোবরের মধ্যে বদলীকৃত বিচারকদের স্ব স্ব নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির অধীন আদালত নং-৩ (উখিয়া), আদালত নং-৫ (বন আদালত) এর বিচারকদ্বয়ের পদ ও জেলা জজশীপের অধীন চকরিয়া চৌকি আদালতের সহকারী জজের পদ দীর্ঘদিন যাবৎ শূণ্য রয়েছে। নতুন নিয়োগকৃত এ ৩ জন বিচারক কক্সবাজার যোগদান করলে শূণ্য থাকা পদ গুলো সহজে পূরন করা যাবে। নতুন নিয়োগকৃত ৩ জন বিচারকই চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা। কক্সবাজারে নতুন নিয়োগ পাওয়া ৩ জন বিচারক কর্মস্থলে যোগদান করলে কক্সবাজারের সামগ্রিক বিচারকার্যে গতিশীলতা অধিকতর বৃদ্ধি পাবে বলে জেলা আইনজীবী সমিতির সমিতির সাধরণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল জানিয়েছেন।