ঈদগাঁও সংবাদদাতা:
কক্সবাজার সদরের ঈদগাঁও গরুবাজার এলাকা থেকে রুহুল আমিন (৩২) নামে ১৭ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী গ্রেফতার করেছে পুলিশ।
ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের এসআই নিজাম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার (২ অক্টোবর) বিকালে তাকে গ্রেফতার করেন। রুহুল আমিন জালালাবাদ ইদ্রিচপুরের বশির আহমদের ছেলে এবং পেশায় গরু ব্যবসায়ী।
১৭ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ এনে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর) সিআর-৩৯৩/২০১৮ নং মামলা দায়ের করেন ঈদগাঁও ১ নং ওয়ার্ড, মধ্যম মাইজপাড়া এলাকার আবদুর রশিদের ছেলে নুরুচ্ছফা।
এ মামলায় আরো দুইজন আসামী রয়েছে। তারা হলো- ঈদগাঁও ১ নং ওয়ার্ড মধ্যম মাইজপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে নেছারুল করিম (৩৪) এবং জালালাবাদ ইদ্রিচপুরের আনু মৌলভীর ছেলে মোঃ শোয়াইব (৩৬)।
মামলায় আসামীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগের সত্যতা প্রমাণ পেয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম।
গত ২৭ সেপ্টেম্বর মামলা শুনানী শেষে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালতের বিচার তামান্না ফারাহ।
আসামী রুহুল আমিনকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আখন্দ।