সিবিএন :
দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই এর ২০ বছরে পর্দাপন উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের কর্মসুচী। কক্সবাজারে অনুষ্টিত হয় বনাঢ্য র‌্যালী আলোচনা সভা ও কেক কাটা। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিষ্টাবার্ষিকীর র‌্যালী বের হয়। এর পর প্রেসক্লাবে গিয়ে র‌্যালী শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত হয় আলোচনা সভা আর কেক কাটা উৎসব। এসব আয়োজনে অতিথি ছিলেন,কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন,জেলা পুলিশ সুপার একে এম মাসুদ হোসেন, সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম,কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা,কক্সবাজার আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এড,আয়াছুর রহমান,কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, টি আই কামরুজ্জামান,সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী,দৈনিক দিনকালের সিনিয়ির রির্পোটার নুরুল ইসলাম হেলালী,এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু,দৈনিক জনকন্ঠের সিনিয়ির রির্পোটার এইচ এম এরশাদ,দেশবিদেশ সম্পাদক আ্য়ুবুল ইসলাম,আরটিভি প্রতিনিধি সাইফুর রহিম শাহীন,ইত্তেফাক প্রতিনিধি মোঃ জুনাইদ, মোহনা প্রতিনিধি আমানুল হক বাবুল,দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল,মাছরাঙ্গা প্রতিনিধি সুনিল বড়–য়া,একুশে টিভি প্রতিনিধি আব্দুল আজিজ, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষন পরিষদের সভাপতি দিপক শর্মা দীপযুগান্তর প্রতিনিধি শফি উল্লাহ শফি,ইন্ডিপেন্ডেন প্রতিনিধি তৌফিকুল ইসলাম,ক্রীড়া সাংবাদিক মাহবুবুর রহমান,আজিজ রাশেল,সিবিএন এর প্রধান প্রতিবেদক শাহেদ মিজান,রফিক সোহেল,শাকিল,সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী,বলরাম দাশ অনুপম,আরাফাতুল মজিদ ও শফি উল আলম।
্এ কর্মসুচীতে গণমাধ্যম কর্মী ছাড়া ও নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন।