আবুল কাশেম,কুতুবদিয়া :

সরকারের উন্নয়নের গতিধারার মাইল ফলককে ধারাবাহিকভাবে জনগণের নিকট দৃশ্যমান করার জন্য প্রতিটি ইউনিয়নে স্মার্ট টিভি স্থাপন করা হয়েছে। সোমবার (০১ অক্টোবর) বিকালে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোয়ারা বেগম ৬ ইউনিয়নের প্রত্যেক চেয়াম্যানের হাতে স্মার্ট টিভি গুলো তুলে দেন। উপজেলা পরিষদের স্থাবর সম্পত্তি হস্তাস্তর করের ১%এর টাকা হতে উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ সমূহে স্মার্ট টিভি স্থাপন পূর্বক সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সমূহ এবং প্রধানমন্ত্রী শেখ হাছিনা কর্তৃক গৃহিত বিশেষ উদ্যোগ সমূহ সাধারণ জনগণের নিকট বহুল প্রচারের জন্য ইউনিয়ন পরিষদ ভিত্তিক এ টিভিগুলো স্থাপনের উদ্যোগ নেন বলে ইউএনও জানান। এছাড়াও পরিষদে স্থাপিত এ স্মার্ট টিভি থেকে প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে ইউএনও,জেলা প্রশাসক, সচিব, প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সে মাধ্যমে খবরা খবর নেয়ার সুযোগ রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের নিদের্শে ইউএনও মনোয়ারা বেগম বৃহস্পতিবার উদ্যোগ নিয়ে ক্রয় কমিটি গঠন করে তিন দিনের মাথায় এ প্রকল্প বাস্তবায়ন করায় স্থানীয় চেয়ারম্যানরা প্রশংসা করেন। স্মার্ট টিভি বিতরণকালে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আলহাজ¦ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, দক্ষিণ ধূরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ¦ আকতার হোছাইন, আলী আকবর ডেইল ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, উত্তর ধূরুং ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ হোছন, বড়ঘোপ ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীন, উপজেলা সমবায় অফিসার কামাল পাশা, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে.লিটন কুতুবী, কাননগো সাজিদুল ইসলাম, উপজেলা আইসিটির উদ্যেক্তা মোবারক হোসাইন প্রমুখ।