শাহিদ মোস্তফা শাহিদ,সদর :

অল্পের জন্য রক্ষা পেল সমন্বিত প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ভবন (ঈদগাঁওয়ের প্রতিবন্ধী স্কুল)। ১ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে তীব্র বজ্রপাতের অংশ স্কুলের আঙ্গিনায় টাঙ্গানো পলিথিনে  ছিটকে পড়ে আগুন লেগে যায়।মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী স্কুলের ছাত্ররা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।ঘটনাটি ঘটে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে পুর্বে স্থাপিত সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম(প্রতিবন্ধী স্কুলে)।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বেলা সাড়ে ১১ টার দিকে তীব্র বেগে বজ্রপাত শুরু হয়।এসময় বজ্রপাত স্কুলটির আঙ্গিনায় পলিথিনে পড়লে মুহূর্তে মধ্যে আগুন লেগে যায়।লেলিহান ছড়িয়ে পড়লে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সচেতন মহল জানান, প্রতিষ্ঠান স্থাপিত হলেও এখনো কোন কার্যক্রম দেখা যাচ্ছে না।মাঝে মধ্যে বহিরাগত লোকের আনাগোনা দেখা যায়। তবে তারা কি জন্য আসে কেউ জানে না।