সংবাদ বিজ্ঞপ্তি:
ট্রেনিং কোর্স অন সার্জিকেল টেকনিক অন বার্ন রিকনস্ট্রাকশন’ বিষয়ে প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছেন কক্সবাজার মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নোবেল কুমার বড়ুয়া।

রোববার (৩০ সেপ্টেম্বর) ভোরে চীনের একটি বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌছাঁন। সোমবার সকালে বিমানযোগে কক্সবাজারে পৌঁছার কথা রয়েছে।

গত ৩০ আগষ্ট সরকারী সফরে একটি প্রশিক্ষণে চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন ডাঃ নোবেল।

তিনি চীন সরকারের অর্থায়নে বাংলাদেশ সরকার কতৃক মনোনীত হয়ে ‘ট্রেনিং কোর্স অন সার্জিকেল টেকনিক অন বার্ন রিকনস্ট্রাকশন’ বিষয়ে প্রশিক্ষণের জন্য মনোনিত হয়েছিলেন। সেখানে গিয়ে চীনের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ট্রেনিং কোর্স অন সার্জিকেল টেকনিক অন বার্ন রিকনস্ট্রাকশন বিষয়ে ট্রেনিং সম্পন্ন করেন।

গত ২৮ সেপ্টেম্বর চিনে বসে প্রশিক্ষানার্থী চিকিৎসকদের সাথে নিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন তিনি।

প্রসঙ্গত, ডাঃ নোবেল কুমার বড়ুয়া মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।