নিঃসঙ্গ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:৩২

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে



ইমরান হোসেন মুন্না


সবচাইতে আশ্চর্যের ব্যাপার হচ্ছে পৃথিবীতে যে মানুষ গুলো সবসময় কারো সঙ্গ পেতে চায় সেই মানুষ গুলোই কোনো না কোনো অদ্ভুত কারণে নিঃসঙ্গ জীবন যাপন করে।
নিঃসঙ্গতার মানে শুধু একা থাকা নয়,
ভীড়ের মাঝেও মানুষ নিঃসঙ্গ হয়।

ভাগ্যিস মানুষ নিজের সাথে নিজে কথা বলার একটা সিস্টেম তৈরি করে নিয়েছিল। নাহলে কথা বলতে না পারার আফসোস নিয়ে মানুষকে মরে যেতে হতো। আমার মনেহয় যে কথা গুলো মানুষ খুব করে বলতে চায় ঠিক সেই কথা গুলোই কখনো কখনো বলা হয়ে ওঠে না।

পৃথিবীতে কোনো কালই দীর্ঘ স্থায়ি হয় না। না সুখের কাল না দুঃখের । না নিঃসঙ্গ জীবন না সঙ্গীর সঙ্গ। এসব কিছুই একটা মুদ্রার সাথে তুলনা করলে কখনো এপিঠ পাওয়া যায় কখনো আবার ওপিঠ। শুধু প্রয়োজন একটু খানি ধৈর্য। এই ধৈর্যটাই বারেবার হারিয়ে যায়। হার মানিয়ে দেয়।