চকরিয়া প্রতিনিধি:

ডুলাহাজারা ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির উদ্যোগে ৪০ নারীকে তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।  রোববার সকালে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে ডুলাহাজারা বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।
ডুলাহাজারা ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও নারী ইউপি সদস্য সেতারা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কক্সবাজার জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক আসমাউল হোসনা, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য রেহেনা খানম রাহু, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন।
সভায় সাংসদ মোহাম্মদ ইলিয়াছ বলেন, নারীদের আত্মনির্ভরশীল হতে হবে। এ লক্ষে সেলাই কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একজন প্রশিক্ষিত নারী কখনও আরেকজনের মুখাপেক্ষী হবে না।
আলোচনা সভার পরে দু:স্থ ও গরীব ৪০ জন নারীকে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।