আবুল আলী, টেকনাফ:
টেকনাফে বিদেশি সিগারেটসহ আব্দুর রাজ্জাক (২৪) নামে এক রোহিঙ্গাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।    সে হ্নীলা অনুপ্রবেশকারী নতুন রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক-২ এর বাসিন্দা রশিদ আহমদের ছেলে। ৩০ সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযান চালানো বিদেশী সিগারেটসহ তাকে আটক করা হয়।
জানা যায়, রবিবার দুপুরে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প-১ এর কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন গোপন সংবাদে একটি চৌকস আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের জাদিমু ড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশী সিগারেটসহ তাকে আটক করা হয়।
পরে উদ্ধার বিদেশি সিগারেট র‌্যাব ক্যাম্পে নিয়ে গণনা করে ৮১ হাজার ৬শ পিস পাওয়া যায়। যার বাজার মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা।
র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আটক আব্দুর রাজ্জাককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।