মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ঢাকাস্হ মালয়েশিয়া দূতাবাসের কর্মকর্তা মিঃ সামির স্বপরিবারে বেড়াতে এসেছেন কক্সবাজারে। ২৯ সেপ্টেম্বর শানিবার মিঃ সামির তাঁর পরিবার পরিজন নিয়ে সুগন্ধা পয়েন্টে সমুদ্র সৈকতে বেড়াতে যান। এক পর্যায়ে মিঃ সামিরের প্রায় ২ লক্ষ টাকা দামের ২টি অত্যাধুনিক আই ফোন, কিছু টাকসহ মানিব্যাগ, ক্রেডিট কার্ড ও আরো কিছু মূল্যবান সামগ্রী হারিয়ে যায়। মিঃ সামির তাঁর হারানো সামগ্রী খুঁজে পাওয়ার জন্য সুগন্ধা পয়েন্টে জেলা প্রশাসনের তথ্য কেন্দ্রে গিয়ে এবিষয়টা অবহিত করেন। তথ্য কেন্দ্রে থেকে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখকে মুটো ফোনে জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষনিক হারিয়ে যাওয়া মালামাল উদ্ধারে বীচ কর্মীদের নির্দেশ দেন। বীচ কর্মীরা তন্ন তন্ন করে খুঁজে হারিয়ে যাওয়া মালামাল গুলো বীচের কিটকট (বীচ ছাতা) এরিয়া থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল গুলো মালয়েশিয়া দূতাবাসের কর্মকর্তা মিঃ সামিরকে তাঁর অবস্হানকরা আবাসিক হোটেল থেকে খবর দিয়ে এনে আনুষ্ঠানিকভাবে তাঁকে হস্তান্তর করেন। হারানো মালামাল খুঁজে পেয়ে মিঃ সামির ও তাঁর পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়ে। তাঁরা জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ, বীচ কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। এ ব্যাপারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সরাসরি তত্বাবধান ও নির্দেশনায় কক্সবাজারে আগত দেশী বিদেশী পর্যটকদের সর্বাত্মক নিরাপত্তা, ভ্রমন আনন্দদায়ক, সাবলীল ও উপভোগ্য করতে পর্যটন সেল সদা তৎপর রয়েছে। পর্যটকদের ভ্রমনকালীন সব ধরনের সমস্যা ও সংকট নিরসনে পর্যটন সেলের সকল দায়িত্বশীলেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এ ব্যাপারে গনমাধ্যম সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।