প্রেস বিজ্ঞপ্তি:

গত ২৮ সেপ্টেম্বর বাদজুমা চেইন্দা কবরস্থান মসজিদের ভিত্তি প্রস্তর এর মাধ্যমে প্রায় দুইশত বছরের প্রাচীন কবরস্থান সংলগ্ন মসজিদের নিমাণ কাজের শুভ সূচনা করা হয়। কবরস্থান সংলগ্ন এরকম একটি মসজিদ নিমাণের উদ্যাগ নেয়ার ফলে বৃহত্তর চেইন্দা এলাকাবাসীর দীঘ দিনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে বলে মনে করেন এলাকার সবস্তরের জনগন। ভিত্তি প্রস্তর কালে মাননীয় সংসদ সদস্য জনাব সায়মুম সরওয়ার কমল বলেন, নিঃসন্দেহে এটি একটি সবচেয়ে মহৎ উদোগ, তাই তিনি মসজিদ উন্নয়ন কাজে এক লক্ষ টাকা আথিক অনুদানের ঘোষণা দেন এবং সাবিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিত্তবান দেরও আথিক ও সাবিক সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

ভিত্তি প্রস্তর কালে, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সাংবাদিকবৃন্দ, মরহুম হাজী জহুর আলমের বড় ছেলে মোকতার আহমদ, মরহুম হাজী মাহবুব আলমের দুই ছেলে জাফর আলম ও ছৈয়দ আলম, এ কে আযাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আযাদ, মরহুমা শামসুন্নাহারের মেঝ ছেলে বাদল, আনোয়ারুল ইসলাম চৌধুরী, ভিপি ছৈয়দ করিম, এলাকার প্রবীণ মুরব্বী সফর আলী, মৌলানা রশিদ আহমদ, খোন্দকারপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি শেখ আবদুল্লাহ, মসজিদের ইমাম নুর মোহাম্মদ বারী, মাস্টার মমতাজ আহমদ, নাছির উদ্দিন, মাওলানা ছৈয়দ উল্লাহ সহ আরও গন্যমান্য ব্যক্তিব্গ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মৌলানা আবুল কালাম আযাদ। উল্লেখ, মরহুম হাজী জহুর আলম মসজিদ টি প্রতিষ্ঠার উদোগ নেয়ায় নাহার ফাউন্ডেশন কতৃক নিমাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ভিত্তি প্রস্তর শেষে মাননীয় এম.পি মরহুম হাজী জহুর আলমের ওয়াজিফা/ কুলখানিতে অংশ নেন।