সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান বলেছেন, “যে তরুণ মিশে আছে মাদক পিড়ায়, সে তরুণ ডুবে থাক ক্রীড়ায় ক্রীড়ায়” চির সত্য এ প্রবাদটির মতো ক্রীড়াই সবসময় যুব সমাজকে মাদক থেকে দুরে সরিয়ে রাখতে পারে। তাই আসুন সুন্দর সমাজ বিনির্মানের লক্ষ্যে সকলে মিলে ক্রীড়ামুখি হওয়ার চেষ্টা করি, কারন ক্রীড়া চর্চা করলে মানুষের শরীর-মন সুন্দর থাকে। পাশাপাশি মাদকাসক্তিসহ যে কোন ধরণের অপরাধ কর্মকান্ড থেকে দুরে সরে থাকা সম্ভব। তাই ক্রীড়ার উন্নয়নে কক্সবাজার পৌরসভা সবসময় নিবেদিত থাকবে। শুক্রবার রাতে পৌরসভা সংলগ্ন ইনডোর মাঠে জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা উদযাপন পরিষদের আহবায়ক প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট জিয়া উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ ও জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্যানেল মেয়র-৩ শাহেনা আকতার পাখি, কাউন্সিলর রাজ বিহারী দাশ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর কাজী মোরশেদ আহম্মদ বাবু, কাউন্সিলর ইয়াছমিন আকতার, কাউন্সিলর নাছিমা আকতার, জাহেদা আকতার, ওমর ছিদ্দিক লালু, দিদারুল ইসলাম রুবেল, সুজায়েদ, মো. জসিম, আবু নাঈম পাপ্পু, সাখাওয়াত ও নুরুল আজিম।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ।

এর আগে সংবর্ধিত অতিথি মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বলন করেন সংবর্ধনা আয়োজকরা।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন অতিথিবৃন্দ।