কক্সবাজার শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা বাজারঘাটা। দিন পেরিয়ে রাত পর্যন্ত যানবাহন আর মানুষে ঠাসা থাকে এলাকাটি। সেখানে স্বাভাবিকভাবে চলাফেরা অনেক কষ্টকর। এই ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত দৈনিক দৈনন্দিন অফিস সংলগ্ন স্থানের অবস্থা শোচনীয়। ওই স্থানে বছরের অধিকাংশ সময় ড্রেনের পানিতে সয়লাব থাকে সড়ক। ফুটপাতের কিছু জলমুক্ত রয়েছে। তবে জলমুক্ত থাকলেও ওই স্থানের ফুটপাতটি দিন পেরিয়ে রাত পর্যন্ত দখল থাকে টমটমে। ফুটপাতের স্থানটি দখল টমটম চার্জ দেয় একজন অসাধু লোক। শুধু তাই নয়; গ্যারেজের ভেতর থেকে ক্যাবলবিহীন মৃত্যুর অতিঝুঁকিপূর্ণ তার দিয়ে বাইরে এনে টমটমে চার্জ দেয়া হয়। ফুটপাত দখলে থাকায় পথচারীরা প্রায় সময় চার্জরত টমটমের ভেতর দিয়ে যাতায়াত করছে। এতে ক্যাবলবিহীন বিদ্যুতের তারে জড়িয়ে যেকোনো মুহূর্তে ঘটতে পারে নির্ঘাত মৃত্যুর ঘটনা। তাই অতিদ্রুত এই অবৈধ টমটম চার্জের গ্যারেজটি সরিয়ে নেয়া জন্য মেয়র মুজিবুর রহমানের হস্তক্ষেপ চেয়েছেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।