যমুনা: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সাথে হওয়া বাংলাদেশ ও জাতিসংঘের চুক্তিগুলোর দ্রুত বাস্তবায়ন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে দেয়া ভাষণে হতাশা প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না দেশটি। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শুরু মিয়ানমারে, তাই সেখানেই এর সমাধান হতে হবে।

তিনি বলেন, নিজ দেশের জনগণকে তাড়িয়ে দিয়ে শান্তিপূর্ণ-ন্যায্য-টেকসই সমাজ গঠন অসম্ভব। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সামর্থ্য অনুসারে ১১ লাখ রোহিঙ্গার মৌলিক চাহিদা পূরণ করছে। কিন্তু, টেকসই সমাধানের ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। একইসাথে, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন প্রধানমন্ত্রী।

অধিবেশনে প্রধানমন্ত্রী আরও বলেন, সহিংস উগ্রবাদ, মানবপাচার ও মাদক প্রতিরোধে বাংলাদেশের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা বয়ে এনেছে বিশেষ সাফল্য। তিনি হুঁশিয়ার করেন, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশীদের স্বার্থবিরোধী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেবে না সরকার।