আবুল কাশেম,কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধূরীর সভাপতিত্বে ইউএনও সভার মূখ্য সচিব মনোয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, উত্তর ধূরুং ইউপির চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধূরী, দক্ষিণ ধূরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী,লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ¦ আকতার হোছাইন, বড়ঘোপ ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অসিম বরণ সেন,উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহামুদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুক,উপজেলা প্রকল্প কর্মকর্তা সৌভ্রত দাশ, রেঞ্জ কর্মকর্তা অসোক কুমার রায়,উপজেলা সমবায় অফিসার কামাল পাশা, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে লিটন কুতুবী, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা সুপানন্দ বড়–য়া, আনসার ভিডিপি কর্মকর্তা ধনচরণ, যুব উন্নয়ন অফিসের প্রতিনিধি মিজবাহ উদ্দিন, উপজেলা কৃষি অফিসের প্রতিনিধি গিয়াস উদ্দিন, সমাজ সেবা অফিসের প্রতিনিধি হাছান মুরাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের প্রতিনিধি রাজিব শীল,মহিলা বিষয়ক অফিসের প্রতিনিধি জাকের হোছাইন, পল্লী উন্নয়ন অফিসের প্রতিনিধি সালাউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের অধীনে জনস্বাস্থ্য কর্মকর্তা,উপজেলা খাদ্য কর্মকর্তা, আবাসিক প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা প্রায় সময়ে পরিষদের মাসিক সাধারণ সভায় অনুপস্থিত থাকায় তাদের ব্যাপারে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। যথাযথ বিভাগের সমস্যা ও উন্নয়নমুলক কাজের গতিধারা তুলে ধরার জন্য উক্ত দপ্তরগুলোকে আগামী সভায় উপস্থিত থাকার জন্য অবহিত করণ নোটিশ প্রদানের জন্য ইউএনও কে সভার সদস্যরা অনুরোধ জানান। উপজেলা পরিষদের উন্নয়ন ও বরাদ্দের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়। সরকারের সুফল সম্পর্কে প্রযুক্তির মাধ্যমে গ্রামে গঞ্জের উন্নয়নের দৃশ্য সাধারণ মানুষের নিকট তুলে ধরার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতি ইউনিয়ন পরিষদে এসমার্ট টিভি স্থাপন করবে। এ ছাড়াও আগামী ৪ অক্টোবর হতে ৬ অক্টোবর উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। উক্ত উন্নয়ন মেলা সফল করার জন্য সরকারি বে-সরকারি এনজিওর স্টল স্থাপনের জন্য ইউএনও মনোয়ারা বেগম সকল দপ্তরকে অনুরোধ জানান।