নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব অাবদুর রহমান বদি বলেছেন, সরকারের শেষ সময়ে দ্রুত সময়ের মধ্যে চলমান উন্নয়ন কাজ শেষ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুফল জনগনের মাঝে পৌছে দিতে এ সকল উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে হবে। তিনি অারো বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষনা করেছে। তাই মাদকের বিরুদ্ধে প্রশাসনকে অারো কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। তিনি অাজ সকাল ১১ টায় উখিয়া উপজেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসব কথা বলেন। এমপি বদি অারো বলেন, উখিয়া-টেকনাফে গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তা স্মরনীয় হয়ে থাকবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়ন সম্পন্ন হয়েছে। তিনি জনপ্রতিনিধিদের উন্নয়নের বার্তা তুলে ধরার অাহবান জানান।

উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অারো বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, উখিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল মান্নান, রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাংগীর কবির চৌধুরী, রত্নাপালং ইউপির চেয়ারম্যান খাইরুল অালম চৌধুরী, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান শাহ অালম, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল অামিন চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকসহ প্রমূখ।