প্রেস বিজ্ঞপ্তি:

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এ বিভাগীয় পর্যায়ে অংশ নিতে কক্সবাজার জেলা দল চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেছে। ২৭ সেপ্টেম্বর দুপুর ১টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম হতে ২৩ সদস্যের কক্সবাজার জেলা দল সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে যাবার প্রাক্কালে জেলা দলের খেলোয়াড় কর্মকর্তাদের সাথে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এক সৌজন্য বৈঠকে মিলিত হন ডিএসএ ও ডিএফএর কর্মকর্তাগণ।

এসময় খেলোয়াড়দের উদ্দেশ্যে উজ্জীবনিমূলক বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ-সভাপতি ও বাফুফের সদস্য বিজন বড়–য়া, সহ-সভাপতি জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসা র নাজিম উদ্দিন ভূইয়া জিতু, ডিএসএর যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, ফুটবল সমম্পাদক রাশেদ হোছাইন নান্নু, ডিএফ এর সহ-সভাপতি শাহাজাহান আনছারী, ফুটবল সংগঠক নবীর হোছাইন ভুট্টু, খালেদ আজম বিপ্লব, মোঃ হানিফ প্রমূখ। এসময় বক্তাগণ বিভাগীয় পর্যায়ে দৃষ্টিনন্দন ফুটবল শৈলী প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়ে কক্সবাজার জেলাবাসীর মূখ উজ্জ্বল করার জন্য খেলোয়াড়দের প্রতি আহবান জানান। খেলোয়াড়রা ভাল খেলার জন্য জেলাবাসীর দোয়া চেয়েছেন। এদিকে আজ ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে প্রথম ম্যাচে কক্সবাজার জেলা দল শক্তিশালী রাঙ্গামাটি জেলাদলের মুখোমুখি হবেন।

(কক্সবাজার জেলা দল: অনুর্ধ্ব-১৭)- শেখ আহমেদ, আরিফ, আবিদ, আসিফ, রানা, রাজিব, এশফাক, জয়নাল, মাহাতির, ইমরান, জয় কান্তি, সাগর, রিপন, তড়িৎ, তানিম, আদিল, ফয়সাল, আরাফাত, ইতু। কোচ: মঙ্গল বড়ুয়া, সহকারী কোচ- খালেদ হোসেন, টিম ম্যানেজার- শাহাজাহান আনচারী।