মোহাম্মদ আবু সায়েম, কক্সবাজার॥

গত ২৪ সেপ্টম্বর সকাল ৮টা হতে ২৫ সেপ্টম্বর সকাল ৮টা পর্যন্ত অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন খন্দকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস এন্ড কমিউনিটি পুলিশিং) মো. মাঈনুদ্দিন,এসআই দূর্লভ চন্দ্র দাস, এস.আই মনির হোসেন, এসআই এমরান হোসেন,এএসআই রাশেদ খান এ.এস.আই সাজিদুল ইসলাম,এএসআই তপন কুমার দাশ ,সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়াসহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন আসামীকে গ্রেফতার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেফাতারকৃতরা হলেন ,মোঃজামাল উদ্দীন,মোহাঃ হাছান ,ওহিদ উল্লাহ, আব্দুর রাজ্জাক ,মোহাঃ শাহজাহান, শওকত ওসমান ,ছৈয়দ আলম , একরাম , মোঃ

আব্দুল্লাহ,মোহাঃনাছির উদ্দীন, মোহাঃ আরমান, নুরু প্রকাশনুরুল ইসলাম, এবং নয়ন তালুকদার জেলা-কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার বলেন, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ও পলাতক আসামীসহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারণ ও পর্যটকদের সার্বিক নিরাপত্তা করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।