শাহিদ মোস্তফা শাহিদ, সদর :

কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তোবা পরিবহনের একটি বাসও জব্দ করা হয়।

আটককৃতরা হলো, বাসের হেলপার নরসিংদীর তায়েম, চালক নারায়ণগঞ্জে আমজাদ হোসেন, সুপার ভাইজার শরিয়তপুরের বাচ্চু।

২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১১ টার দিকে মহাসড়কের গরু বাজার থেকে তাদের আটক করা হয়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া সিবিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখি তোবা পরিবহনের একটি বাস যার নং ঢাকামেট্রো-ব-১৫-৩০২৫ যোগে ইয়াবা পাচার হচ্ছে। প্রথমে বাসটিকে সংকেত দিলে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এএসআই লিটনুর রহমান জয়ের নেতৃত্বে একদল পুলিশ ধাওয়া করে গরু বাজার এলাকা থেকে বাসটি জব্দ করে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নিচে বিশেষ কৌশলে রাখা চেচিজ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।পাচারের অভিযোগে বাসটির চালক,হেলফার,সুপার ভাইজারকে আটক করা হয়েছে।ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া আরো জানায় আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।