এম. বশির উল্লাহ, মহেশখালী:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারনে গত কয়েক দিন ধরে বৈরি আবহাওয়ার সৃস্টি হয়েছে। ফলে  শুক্রবার বিকালে বেশ কয়েকটি ফিশিং ট্রলার দূর্ঘটনার শিকার হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মহেশখালীর গোরকঘাটা এলাকার বাসিন্দা ফিশিং এফবি জানিবা খালেদা -১ এর মালিক আনছারুল করিম জানান,  গত ১৪ সেপ্টেম্বর তার ট্রলারটি ১৬ জন জেলে নিয়ে সাগরে মাছ আহরন করতে যায়। মাছ আহরন করে ফেরার পথে ২০ সেপ্টেম্বর বিকালে জালছিরা নামক স্থানে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময়  ট্রলারের ৪২ পিচ জাল ও মাছ পানিতে ডুবে যায়। পাশে অবস্থিত স্থানীয় ভুট্টু কোম্পানির ট্রলারটি মাঝি মাল্লাদের উদ্ধার করে কুলে নিয়ে আসে।