মোঃ নেজাম উদ্দিন :

হারিয়ে যাওয়া হ্যান্ড ব্যাগ ফিরিয়ে দিলেন এক টমটম চালকের কাছ থেকে আরেক টমটম চালক।

ডা: সাবরিন এসেছেন ঢাকা থেকে কক্সবাজারে একটি কনফারেন্স এ যোগ দেয়ার জন্য ।  ২১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কক্সবাজারের হোটেল কক্সটুডে হতে একটি টমটম নিয়ে ডা: সাবরিনা হোটেল রিগ্যাল প্যালেস এ আসেন। ভুল বশত: হাতের ব্যাগটি ফেলে চলে আসেন হোটেল কক্ষে। হঠাৎ মনে পড়লে নিচে নেমে এসে দেখেন টমটম চালক নেই।

যাচ্ছিলেন টমটম নিয়ে । চালক চন্দনাইশ এর নুরুল ইসলাম । সে কক্সবাজারে টমটম চালাচ্ছেন প্রায় এক বছর। ডা: সাবরিনার মুখ দেখে আঁচ করতে পেরে তিনি জানতে চাইলেন কোন সমস্যা হয়েছে কিনা । তিনি সব কথা জানালে হোটেল রিগ্যাল প্যালেস এর জিএম হানিফ হেলালী সহ সিসি ক্যামেরা চেক করলে নুরুল ইসলাম সেই টমটম চালককে চিনতে পারে এবং তার নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করলে সে একটি ব্যাগ পেয়েছে বলে জানায়। নুরুল ইসলাম সেই টমটম চালক কোথায় আছে তা জেনে ব্যাগ নিয়ে এসে ডা: সাবরিনার হাতে তুলে দেন। এদিকে ডা: সাবরিনা জানান, আমার ব্যাগে প্রয়োজনীয় জিনিস ছিল তা টমটম চালক নুরুল ইসলামের মাধ্যমে ফিরে পেলাম। ডা: সাবরিনা আরো জানান, যদি পর্যটন এলাকায় যারা টমটম চালান তাদের ছবি সহ বায়োড়াটা  প্রশাসনের হাতে থাকে তবে আরেকটু সহজ হবে।