বার্তা পরিবেশক :

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদান পেয়েছেন কক্সবাজারের ৬ জন সাংবাদিক। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ের শাপলা হলে কক্সবাজারের এই ৬ সাংবাদিকের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

প্রতিবারের ন্যায় এবারও আর্থিক অনুদান পাওয়া কক্সবাজারের ৬ জন সাংবাদিক হলেন- প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, জনকণ্ঠের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, বাংলাদেশের খবর ও চট্টগ্রাম মঞ্চের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, বাংলানিউজের স্টাফ রিপোর্টার তুষার তুহিন, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার ও সিভয়েসের জেলা প্রতিনিধি আজিম নিহাদ।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।

উল্লেখ্য, এর আগে কক্সবাজারের ২৪ জন সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদান পেয়েছেন।