প্রেস বিজ্ঞপ্তি

‘ওরে বাংলার প্রাণ, অনিয়মের বাঁধন ভেঙে, নিয়মের বান আন…’ শ্লোগানকে ধারণ করে দেশের অন্যতম গণসংগীত সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের দ্বিতীয় সম্মেলন বৃহস্পতিবার কক্সবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী। প্রধান অতিথি থাকবেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদীচী কক্সবাজার জেলা সংসদের সভাপতি কল্যাণ পাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, উদীচী কক্সবাজার জেলা সংসদের সাবেক সহ-সভাপতি প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, সহ সভাপতি মুফিদুল আলম। সম্মেলনে উদ্বোধন, র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। কাল ২১ সেপ্টেম্বর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদীচী কক্সবাজার জেলা সংসদের সভাপতি জাহেদুল হক সুমন ও সাধারণ সম্পাদক রুবেল ধর।