মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারে জেলা ও দায়রা জজ হিসাবে নতুন নিয়োগ পাওয়া খোন্দকার হাসান মোঃ ফিরোজ কর্মস্থলে যোগ দিতে কক্সবাজারে এসেছেন। ১৯ সেপ্টেম্বর বুধবার বেলা ১টার দিকে নতুন জেলা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ বিমানযোগে স্বস্ত্রীক কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছালে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, সিনিয়র সহকারী জজ আলাউল আকবর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দেব, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ শ্রীমতি মৈত্রী ভট্টাচার্য্য, জেলা জজ আদলতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন, জেলা নাজির হেফাজতুর রহমান, নায়েবে নাজির আবদুর রউফ, সিজেএম আদালতের নাজির আ.ই. শাহজাহান নুরী সহ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির বিজ্ঞ বিচারকবৃন্দ ও কর্মকর্তারা অভ্যর্থনা জানান। নতুন জেলা জজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্বাহ্ণে দায়িত্ব গ্রহন করে নিজ আদালত পরিচালনা করবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন। জেলার বিচারাঙ্গনের এই কর্ণধার বর্তমানে কক্সবাজারে তাঁর নিজস্ব বাংলোতে অবস্থান করছেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর জারীকৃত এক প্রজ্ঞাপনে মুন্সীগন্ঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ) খোন্দকার হাসান মোঃ ফিরোজেকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ দেয়া হয় ও একই প্রজ্ঞাপনে কক্সবাজারের তৎকালীন জেলা জজ মীর শফিকুল আলমকে রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসাবে বদলী করা হয়। বিদায়ী জেলা জজ মীর শফিকুল আলম গত ১১ সেপ্টেম্বর যুগ্ম জেলা ও দায়রা জজ-১ ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন কে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ অত্যন্ত সুনাম, দক্ষতা ও সততার সাথে মুন্সীগন্ঞ্জে বিচারিক দায়িত্ব পালন করেছেন বলে দায়িত্বশীল সুত্র জানিয়েছেন।