মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দূর্যোগকালীন সময়ের জন্য পূর্বপ্রস্তুতি, দুর্যোগকবলিত এলাকায় সার্বক্ষনিক ডিজিটাল যোগাযোগ, দূর্যোগ পরবর্তী অবস্থা ও সংশ্লিষ্টদের করনীয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ইমার্জেন্সী অপারেশন সেন্টার (ইওসি) স্থাপন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে লাল ফিতা কেটে এই সেন্টার উদ্বোধন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও)এর সহযোগিতায় এই বহুমুখী অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সেন্টারটি স্থাপন করা হয়েছে। দূর্যোগপ্রবন এলাকা হিসাবে কক্সবাজারেই দেশের প্রথম এই ধরনের গুরুত্বপূর্ণ সেন্টার স্থাপন করা হয়। ইও সেন্টার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একই সময়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক কামাল হোসেন স্থাপিত এই ইওসি দুর্যোগ প্রশোমনে ও দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিরিক্ত শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার শামছু দ্দোজা নয়ন, আইএমও’র প্রতিনিধিসহ জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তার উপস্থিত ছিলেন।