ডেস্ক নিউজ:
# ২০১৭ সালে কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ১ শতাংশ
# উন্নয়নের ফলে দারিদ্র্য কমেছে, মাথাপিছু আয় বেড়েছে

বাংলাদেশে ক্রমাগত কমছে দারিদ্র্যের হার। ২০১৬ সালের হিসাব অনুযায়ী দেশে দরিদ্র জনগোষ্ঠীর হার ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। ২০১৭ সালে ছিল ২৩ দশমিক ১ শতাংশ। চলতি বছর শেষে এই হার আরও কমে ২১ দশমিক ৮ শতাংশ হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ব্যয় জরিপের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএস বলছে, ২০১০ এবং ২০১৬ সালে দারিদ্র্য ও অতি দারিদ্র্য হ্রাসের হার বিবেচনা করে এবং জিডিপির প্রবৃদ্ধি হারের উপর ভিত্তি করে ২০১৭ ও ২০১৮ সালের দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার প্রাক্কলন করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, দারিদ্র্য নিরসনে আমরা সাফল্য অর্জন করেছি। দেশে উন্নয়নের ফলে দারিদ্র্য কমেছে, মাথাপিছু আয় বেড়েছে।

বিবিএসের হিসাব অনুযায়ী অতি দারিদ্র্যের হারও কমেছে। ২০১৮ সালে অতি দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৩ শতাংশ, যা ২০১৭ সালে ছিল ১২ দশমিক ১ শতাংশ এবং ২০১৬ সালে ১৭ দশমিক ৬ শতাংশ।